Tuesday, December 25, 2018

HISTRY OF SSMC-E& H

একটি ছোট্ট গ্রাম নামটি ছিল শ্রীরামপুর।এই গ্রামের বেশির ভাগ মানুষ অত্যান্ত অসহায় এবং গরীব। তাহারা কেউবা চাষ করে,কেউবা বিড়ি বাঁধে,কেউবা আবার মাছ ধরে জীবিকা নির্বাহ করে।এমন অসহায় অবস্হায় তাদের সন্তানদের শিক্ষিত করে গড়ে তোলাটা কঠিন হয়ে ওঠে। যে গ্রামে শিক্ষার হার শতকরা ০৫ ভাগ। শিক্ষিত হয়ে বড় হওয়াটা তাদের পক্ষে অসম্ভব। এই রুপ অসহায় মানুষের পাশে দাঁড়ানোর উদ্দেশ্য নিয়ে  ১৫-ই SEPTEMBER-2018 একটি শিক্ষা পতিষ্ঠান গড়ে ওঠে শ্রীরামপুর গ্রামে  যে প্রতিষ্ঠানটির নাম-S.S.MEMORIAL MULTI-LABLE EDUCATION & HEALTH CENTRE. এই প্রতিষ্ঠানের উদ্যাক্তা হলেন সৈয়দ সদরুল ইসলাম। আজ এই প্রতিষ্ঠানে ৩০ জন ছাত্র-ছাত্রী পড়াশোনা করছে সম্পূর্ণ ফ্রিতে ।আমরা প্রতিনিয়ত চেষ্টা করে চলেছি সম্পূর্ণ গ্রামের বাচ্চাদেরকে কিভাবে এই প্রতিষ্ঠানের মাধ্যমে শিক্ষিত করে গড়ে তোলা সম্ভব করা যায়। এছাড়া আমাদের চিন্তা আগামী দিনে এই গ্রামের সাথে সাথে পার্শ্ববর্তী গ্রামগুলিকে সমান তালে গড়ে তুলে নিরক্ষরতা দূরিকরন, এক সাস্হ্য সমৃদ্ধি অর্থনৈতিক কাঠামো যুক্ত শিক্ষিত পরিবেশ গড়ে বিশ্বের দরবারে উপস্হিত করা।।

No comments:

Post a Comment